সারা দেশে নিয়োগ দেবে আলীবাবা ডোর অ্যান্ড হোম সল্যুশন job news bd

চারির খবর,আলীবাবা ডোর অ্যান্ড হোম সল্যুশন,বিডিজবস,bd job,job news bd,job news today,

চাকরি খবর প্রকাশ করল আলীবাবা ডোর অ্যান্ড হোম সল্যুশন।কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে।যোগ্য এবং আগ্রহী সকল প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ

সেলস রিপ্রেজেন্টেটিভ।পদের সংখ্যা অনুযায়ী ২০ জনকে নেওয়া হবে।job news today 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যা প্রয়োজনঃ

আবেদন করতে পারবেন স্নাতকোত্তর পাস / স্নাতক ব্যাক্তি,তবে স্বকৃত প্রাপ্ত শিক্ষা প্রতিষ্টান থেকে হওয়া লাগবে।অভিজ্ঞতা থাকতে হবে সকল আবেদনকারীকে কম পক্ষে ২ বছরের।এছাড়া কর্পোরেট সেলস,ডিরেক্ট সেলস,ডিলার সেলস,সেলস অ্যান্ড মার্কেটিংয়ে,ডোর সেলস,ফার্নিচার সেলস অভিজ্ঞতা থাকতে হবে।আবেদনকারী প্রার্থী বয়স কম পক্ষে ২০ বছর হতে হবে।

কর্মস্থলঃ

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।job news bd

বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়াঃ

চাকরি জন্য আবেদনকারী সকল প্রার্থী bd job ওয়েবসাইট মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। 

৩ ফেব্রুয়ারি, ২০২১ আবেদনের শেষ তারিখ। 

সূত্র : বিডিজবস