নিয়োগ দেবে ঢাকা বিআরটি,বেতন লাখ টাকা( JOB NEWS BD)

ঢাকা বিআরটি,job news bd,ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড,

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড( ঢাকা বিআরটি) চাকরি নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করেছে।মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে চাকরিতে চারটি ভিন্ন পদের।আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আগ্রহী যোগ্য প্রার্থীরা।

পদের নামঃ

অর্থ ও প্রশাসন(উপ-মহাব্যবস্থাপক),ব্যক্তিগত কর্মকর্তা,প্রশাসন(ব্যবস্থাপক), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যাঃ

নিয়োগ দেওয়া হবে মোট ১৩ জনকে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

আবেদন করতে পারবেন স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট/ফিন্যান্স/হিউম্যান রিসোর্স/কমার্স/যেকোনো বিষয়ে স্নাতক/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক/এইচএসসি পাস প্রার্থীরা।কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে কিছু কিছু পদের জন্য।

বেতন-ভাতাঃ

২২,০০০ টাকা বেতন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য।

৭৯,০০০ টাকা বেতন ব্যবস্থাপক (প্রশাসন) পদের জন্য। 

১,০৫,০০০ টাকা বেতন উপ-মহাব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) পদের জন্য। 

 ২৫,০০০ টাকা বেতন ব্যক্তিগত কর্মকর্তা পদের জন্য।

আবেদনের নিয়মঃ

আবেদন করতে পারবেন অনলাইন মাধ্যমে এই ওয়েবসাইটের থেকে(http://dbrt.teletalk.com.bd)আগ্রহী প্রার্থীরা। 

৩১ মার্চ, ২০২১ আবেদনের শেষ তারিখ।

সূত্র : http://dbrt.teletalk.com.bd।