সারা দেশে নিয়োগ দিবে যমুনা ব্যাংক (Jamuna bank limited)

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড,,jago job news,bd job news,bd job news today, যমুনা ব্যাংক,,jumna Bank Limited ,

যমুনা ব্যাংক নতুন করে সারা দেশে নিয়োগ দিবে মানুষ। নিয়োগ দিবে প্রবেশনারি অফিসার পদে এবং ম্যানেজমেন্ট ট্রেইনি পদে।সকল আগ্রহী যোগ্য ব্যাক্তি অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন

চাকরি পদের নাম

প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেইনি। bd job today 

আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যা প্রয়োজনঃ

চাকরি জন্য আবেদন করতে পারবেন যে কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্টান থেকে,যে কোন বিষয় নিয়ে স্নাতকোত্তর পাস,এমবিএম পাস এবং এমবিএ পাস কৃত ব্যাক্তি। জিপিএ থাকা লাগবে ৪.৫০ থেকে ৫.০০ এবং নূন্যতম জিপিএ লাগবে ৩.০০।  ঐই চাকরি জন্য আবেদন করতে পারবেন ৩০ বছর পর্যন্ত বয়সী মানুষ। এছাড়া দক্ষতা প্রয়োজন হবে কম্পিউটার ও মাইক্রোসফট অফিসের।

কর্মস্থলঃ সারা দেশ প্রার্থী নিয়োগ নেওয়া হবে।

বেতনঃ

আলোচনা সাপেক্ষে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

(www.jamunabankbd.com/career) এই ঠিকানায় সকল আগ্রহী এবং যোগ্য প্রার্থী আবেদন করতে পারবেন। 

৩১ জানুয়ারি, ২০২১ চাকরি আবেদনের শেষ তারিখ

সূত্র : bd job

সারা বাংলাদেশ নিয়োগ দিবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড jago job news

নতুন করে সারা বাংলাদেশ নিয়োগ দিবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।এই কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে অ্যাকাউন্টস অফিসার পদের মধ্যে। যারা চাকরি জন্য আগ্রহি তারা অনলাইনে মাধ্যমে চাকরি জন্য আবেদন করতে পারবেন।

চাকরি  পদের নামঃ

অ্যাকাউন্টস অফিসার, bd job news.

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যতটুকু লাগবেঃ

অ্যাকাউন্টিং বিষয়ে এমকম পাস করতে হবে যে কোন স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্টান থেকে।শুধু মাত্র তারাই আবেদন ফরম পূরণ করতে পারবে।এছাড়া আবেদনকারী পূর্বের ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। bd job

কর্মস্থলঃ

সারা দেশ নিয়োগ দেওয়া হবে, job news today. 

বেতনঃ

আলোচনা সাপেক্ষে দেওয়া হবে সকল কর্মকর্তাকে।

চাকরি জন্য আবেদনের প্রক্রিয়া

http://skfmis.com/career/hr/accounts/ এই ঠিকানায় সকল আবেদন কারী ব্যাক্তি আবেদন করতে পারবেন। 

২১ জানুয়ারি, ২০২১ আবেদনের শেষ তারিখ চাকরি।

সূত্র : বিডিজবস