এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওতে মাদরাসাতুল হেদায়াহ মহিলা হেফজখানার শিক্ষার্থী রাহমা ওয়ালী মিম এর কোরআনুল কারিম হিফজ সমাপনী উপ লক্ষে এক দোয়া মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়।
১৪ ডিসেম্বর দুপুর ২টায় ঈদগাঁও বাসস্টেশনন্থ হেফজখানা প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুরুতে কোরআন তেলোয়াত করেছেন হাফেজা রাহমা ওয়ালী মিম।
দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন,বিশিষ্ট ওয়ায়েজ ইমাম জাফর আলম। স্বাগত বক্তব্য রেখেছেন, হিফজখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আমীনুর রশিদ।
এতে উপস্থিত ছিলেন, মাওলানা হাফেজ ক্বারী ইলিয়াছ, হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা জুনাইদ,আজিজুল হক রুবেল, হাফেজ ফোরকান,হাফেজা রাহমার পিতা ওয়ালী উল্লাহ,দৈনিক সাঙ্গু প্রতিনিধি মিজানুর রহমান আজাদ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি এম আবু হেনা সাগরসহ অনেকে।
হেফজখানা পরিচালক আমীনুর রশিদ জানান, বিগত ২০১৯ সালে মাত্র ৩০জন ছাত্রী নিয়ে এই মহিলা হেফজখানাটি প্রতিষ্ঠালাভ করেন। সেই থেকে এ প্রথমবারের মত ছাত্রী রাহমা ওয়ালী মিম হেফজ সম্পন্ন করেন। তার এই কৃতিত্বেই উপস্থিত সকলে তাকে অভিবাদন জানিয়েছেন।
উল্লেখ্য, হাফেজ রাহমা কক্সবাজারে নবঘোষিত ঈদগাঁও উপজেলা পোকখালী ইউনিয়নের পূর্ব পোকখালীর শিক্ষক ওয়ালী উল্লাহের কন্যা বলে জানা যায়।