অস্তিত্বহীন ঈদগাঁওর ঐতিহ্যবাহী ভরা খাল

কক্সবাজার,ctg news,Chattogram news,ctg news24,bd news,bd news24,bd breaking news,bd news today,cox'bazer news, চট্টগ্রাম নিউজ,Bandarban, Rangamati,

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

দখল আর ভরাটে বিপন্ন কক্সবাজার সদরের ঈদগাঁওর ঐতিহ্যবাহী  খালটি। দেখার কেউ না থাকার খালের উপর ঘরবাড়ী, দোকানপাঠ নির্মানের হিড়িক যেন অব্যাহত। এভাবে চলতে থাকলেই ভবিষ্যতে খালের অস্তিত্ব হুমকির মুখে পড়ার আশংকায় স্থানীয়রা।

সূত্র মতে, এ খাল দিয়ে একসময়ে পাল তোলা নৌকা চলাচল করত। বর্তমানে খালের অস্তিত্ব বিলুপ্তির পথে। খাল দখলের মহোৎসব। কালের পরিক্রমা সে খালের বুকে এখন পাকা-আধা-পাকা দালানে সমারোহ। দখলের থাবায় খাল এখন নিজস্ব স্বকীয়তা হারিয়ে মরা খাল উপাধি লাভ করেছে। খননের দাবী এলাকাবাসীর।  

দেখা যায়, ঈদগাঁওর মেহেরঘোনা জলনাসী যেটি উত্তর-মধ্যমসহ দক্ষিন মাইজপাড়া হয়ে চৌফলদন্ডীর বুক চিরে মহেশখালী চ্যানেল দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। এখন সে চিরচেনা বৃহত্তর এলাকার খালটি নানাভাবে বেদখলে চলে গেছে। কেউ করেছেন খালের পাশ ঘেঁষে দালান, কেউ করেছেন দোকান ঘর। ফলে খালটি অস্তিত্বহীন। 

স্থানীয়রা জানান, এখন খাল বেদখল,পানি এবং মাছ শুন্য। ক্ষীণ ধারা বয়ে যাওয়া খালে দুই ধারে এখন গড়া দোকান পাট এবং পাকা দালান। দখল আর দূষণের থাবা থেকে খালটিকে মুক্ত করে খনন করা না হলে আগামীতে এসব খালের কোন স্মৃতি চিহ্ন খোঁজে পাওয়া যাবেনা। প্রতিবর্ষা মৌসুমে পানি সুষ্টভাবে চলাচল করতে না পারায় দু-কুল পানিতে প্লাবিত হয়ে পড়ে। পানি যাতায়াতের সুব্যবস্থা না থাকায় সারাক্ষন পানিবন্দি থাকে হাটা চলার পথও। 

বয়োবৃদ্বরা জানান, এটি এক সময়ে বড় খাল ছিল। খাল দিয়ে নৌকা ও সাম্পান চলাচল করতে,মাছও পাওয়া যেত। অব্যবস্থাপনা কারণে পানি প্রবাহ হারানো খালটি এভাবে দখলে চলে যাচ্ছে। খাল উদ্ধারে উর্ধ্বতন কর্তৃপক্ষের তড়িৎ পদক্ষেপ এখন সময়ের গনদাবী।

পবিবেশবাদী এক সংগঠক জানান, অবিলম্বে খালটি দখলমুক্ত করে খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা না গেলে এই খাল অস্তিত্বহীন হয়ে পড়বে। বন্যা জলাবদ্বতাসহ নানামুখী দূর্ভোগের কবলে পড়বে। 

সাবেক মেম্বার ছুরুত আলম জানান, বিগত ৭ বছর পূর্বেও ঈদগাঁওর মাইজ পাড়ার খালটি খননের মাঝপথে বাঁধা আসায় খনন না করেই কৌশলে সটকে পড়েছিল খনন কাজে নিয়োজিত লোকজন।