ভাঙ্গনের দেড়মাস পরও সংস্কারে আলোর মুখ দেখেনি ঈদগাঁওর ভোমরিয়াঘোনা সড়কটি

ctg news,Chattogram news,ctg news24,bd news,bd news24,bd breaking news,bd news today,cox'bazer news, চট্টগ্রাম নিউজ,

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

ভাঙ্গনের দেড়মাস পার হলেও সংস্কারের আলোর মুখ দেখছেন না  কক্সবাজারের ঈদগাঁও ভোমরিয়াঘোনা গ্রামের যাতায়াত সড়কটি। গেল বন্যায় পানির সাথে বিলীন হয়ে পড়ে গ্রামাঞ্চলের এই সড়কটি। যাতাযাতে চরম দূর্ভোগ পোহাচ্ছেন চলাচলরত নরনারী-পথচারীরা।

প্রাপ্ত তথ্যে মতে, ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওর্য়াড়ের ভোমরিয়াঘোনা কাসেম সও:দোকানের সামনে সড়কটি গেল দেড় মাসাধিক পূর্বে প্রচন্ড বৃষ্টিপাতে উজান থেকে আসা ঢলে সড়কটি খালে বিলীন হয়ে য়ায়। এতে গ্রামীন জনপদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় রা চলাফেরায় নিদারুন কষ্ট পাচ্ছে।  

সড়ক দিয়ে দৈনিক ৫/৬ হাজার মানুষ চলাচল করে থাকে। ইউনিয়ন পূর্ব ভোমরিয়াঘোন,হাজিপাড়া,মধ্যম ভোমরিয়াঘোনা,সওদাগর পাড়া ফরেষ্ট অফিস পূর্বপাড়া,পশ্চিম পাড়া,চেয়ারম্যান পাড়া, কানিয়াছড়া সহ পাশ্ববর্তী বহুগ্রামের লোকজন যাতায়াত করে থাকে। দেখার যেন কেউ নেই। 

এলাকার লোকজন জানান,ভোমরিয়াঘোনার পাড়া মহল্লার একমাত্র সড়কটি খালগর্ভে বিলীন হয়ে পড়ায় বিকল্প সড়ক নিয়ে চলাচল করে স্থানীয়র। দ্রুত সংস্কার পূর্বক এলাকাবাসীর চলাচলের সুযোগ সৃষ্টি করা হউক। টেকসই বেড়িবাঁধসহ সড়ক সংস্কারের দাবী। 

স্থানীয় মেম্বার আবদুল হাকিম জানান, গত দেড়মাস পূর্বে যাতায়াত সড়কটি গেল বৃষ্টিপাতে ঈদগাঁও খালের সাথে বিলীন হয়ে যায়। অদ্য বদি পর্যন্তও সংস্কারের আলোর মুখ দেখেনি সড়কটি।