বিএমএসএফ, ঈদগাঁও উপজেলা শাখার মত বিনিময় সভা ১১ আগষ্ট

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,বিএম এসএফ,কক্সবাজার,ctg news,Chattogram newes,ctg news24,bd news,bd news24,bd breaking news,bd news today,cox'bazer news, চট্টগ্রাম নিউজ, ঢাকা নিউজ,

স্টাফ রিপোটার,ঈদগাঁও

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএম এসএফ), ঈদগাঁও উপজেলা শাখার এক মত বিনিময় সভা ১১ই আগষ্ট অনুষ্টিত হতে যাচ্ছে। 

ঐদিক বিকেল তিনটায় ঈদগাঁও বাজারস্থ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্টিত হবে বলে এক সূত্রে জানা গেছে।   

এই মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন, বিএম এসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারন সম্পাদক মো: শহিদুল্লাহ, সহ সভাপতি আবদু রাজ্জাক, মো:  রেজাউল করিম, অর্থ সম্পাদক জাহেদ হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক পূণ্য বর্ধন বড়ুয়া পূণ্য।

ঈদগাঁও উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠনের পর এই প্রথম মতবিনিময় সভা অনুষ্টিত হবে। এ সভায় আহবায়ক কমিটির সকলের উপ স্থিতি কামনা করেন বিএমএসএফ, ঈদগাঁও উপ জেলা শাখার সদস্য সচিব এম আবুহেনা সাগর।