স্টাফ রিপোটার,ঈদগাঁও প্রতিনিধি
চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওর আলমাছিয়া মাদ্রাসার গেইটস্থ একটি ভবনের ছাদ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
৩রা আগষ্ট সকালে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের মতে, ভোরে নামাজ আদায় করতে যাওয়ার সময় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। পরে ঈদগাঁও থানার এস আই মো: জুয়েল সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে।
তাদের ধারণা- এনজিও সংস্থার অফিসে চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হতে পারে তার। নিহত মোবারক ঈদগাঁও মাইজ পাড়ার বলে জানা যায়। মোবারক দুই সন্তানের জনক।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের মতে, মোঃ আবদুল হালিম জানিয়েছে, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে স্বজনদের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।