ঈদগাঁওতে মসল্লা সামগ্রীর চড়া দাম,বিপাকে ক্রেতারা

চট্টগ্রাম নিউজ,Chattogram news,cox'bazer, cox'bazer news,ctg news,ctg news24, bd news24,bd breaking news,bd news today,

এম আবু হেনা সাগর(ঈদগাঁও প্রতিনিধি)

সামনে আসছে পবিত্র ঈদুল আযহা। এরই মধ্যে কোরবানির অন্যতম প্রয়োজনীয় জিনিসপত্র হচ্ছে মসলা। প্রতিবছর এই সময় এলে মসল্লার দাম বৃদ্বি পেয়ে থাকে। এতে বিপাকে পড়েছেন গ্রামীন জনপদের লোকজন। 

পোকখালী,জালালাবাদ,চৌফলদন্ডী,ইসলামা বাদ, ইসলামপুর, ভারুয়াখালীসহ ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে এই বাজারে এসে থাকে  মানুষ। ১৬ই জুন সকালে মসল্লার দোকান ঘুরে দেখা যায়, কোরবানীর ঈদকে সামনে রেখে হরেক রকমের মসল্লার দাম বেড়েছে। সীমিত আয়ের মানুষ বিপাকে পড়েছেন।

এলাচি ১নং (১কেজি) ২২শত ৫০,এলাচি ২নং (১কেজি) ২ হাজার ৫০,চিকন জিরা (১কেজি)  ৩৬০,মিষ্টি জিরা (১কেজি)২শত,লবঙ্গ (১কেজি) ১১শত,দারুচিনি (১কেজি) ৪শত,ধনিয়া ১নং (১ কেজি) ১শত,সরিষা (১কেজি) ১শত২০, তেল কেজি প্রতি ১৪৫ টাকা ধরে বিক্রি হচ্ছে। কিছু ব্যবসায়ী উপরোক্ত দামের চেয়ে বাড়িয়ে বিক্রি করছে।

এদিকে দাম বৃদ্ধির ব্যাপারে সিন্ডিকেটকেই দায়ী করেছেন ক্রেতারা। এখন তারা বিভিন্ন অজুহাতে তা বেশি দামে বিক্রি করছেন।

খুচরা বিক্রেতারা জানান, তাদের সবদিক থেকে কথা শুনতে হয়। পাইকারি বাজারে এসে এক কথা দুবার বলার সুযোগ নেই। অন্যদিকে খুচরা ক্রেতাদের কাছে বিভিন্ন জবাবদিহি করতে হয়।

দোকান কর্মচারী শামীম জানান, ১শত টাকা দামের কেজি বোতল তেল বর্তমানে কোম্পানী রেট দেড়শত টাকা করে বিক্রি করছে। এবার দোকানদার কত টাকায় বিক্রি করবে।