Categories
উত্তর চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম হাটহাজারীতে গলাকাটা লাশ মুদির দোকানদারের

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশ উদ্ধার করেছে একটি মুদি দোকানের ভেতর থেকে দোকান মালিকের গলাকাটা লাশ। এসময় পুলিশ জানিয়েছে ভেতর থেকে তালা মারা অবস্থায় ছিল দোকানটির।

নিহত আজম (২৬)  মৃত মুক্তিযোদ্ধা শামসুল আলমের ছেলে এবং  ফরহাদাবাদ ইউনিয়নের নজর মোহাম্মদ চৌধুরী বাড়ির বাসিন্দা। আর আজম মুদি দোকান করতেন তাঁর বাড়ির সামনেই।

আজ বুধবার ২ জুন সকালে আজমের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মন্দাকিনী এলাকার একটি মুদী দোকান থেকে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজম দোকানে ঘুমাতেন প্রতিদিন রাতে। এছাড়া তিনি সব সময়ের মত ১ জুন দোকানে ছিলেন। তবে ২ জুন আজম দোকান বন্ধ দেখে না খোলায় তার পরিবারকে জানায় এলাকার লোকজন।  নিহতের বড় ভাই অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পেলে উপরের টিন খোলে দোকানে দেখলে এমন অবস্থায় নিহত আজমকে গলা কাটা দেখতে পায়।পরে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে আজমের লাশ উদ্ধার করে দরজা ভেঙ্গে।