টেকনাফ থানা পুলিশ কর্তৃক বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা রোহিঙ্গা নারী ও শিশু উদ্ধার, মানব পাচার চক্রের সদস্য আটক।
অদ্য ১০/০৫/২০২১খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১৪:৫০ ঘটিকার সময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ০৪ জন রোহিঙ্গা নারী ও ০২ জন শিশু কে টেকনাফ থানাধীন কচ্ছপিয়া (বড় ডেইল, জাহাজপুরা) এলাকার মানব পাচার চক্রের মূল হোতা শফিউল্ল্যার বসত বাড়ি হতে উদ্ধার করে।
এ সময় মানব পাচার চক্রের সদস্য ০১। মোঃ নুরুল আমিন ( ৩০), পিতা-আলী চাঁদ, মাতা-ছাবেকুন নাহার, সাং-কচ্ছপিয়া (বড় ডেইল, জাহাজপুরা) থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার গ্রেফতার করা হয়।
এই বিষয়ে থানা টেকনাফ থানার পুলিশের কর্মকর্তা জানান, মানব পাচারকারী মোঃ নুরুল আমিন (সদস্য)বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।