১০ ফ্রব্রুয়ারি স্থানীয় সময় বুধবার মধ্যেরাতে সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় আগুন লেগে সাত বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়।তাদের মধ্যে ২ জন হলেন চট্টগ্রাম লোহাগাড়ার বাসিন্দা।
সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করেন ঐ রাতে ঘটনার পরে।
তাদের মৃত্যু খবর দেশে আসে ১১ ফেব্রুয়ারি সকালে।তারা উভয়েই চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী ৯ নম্বর ওয়ার্ড বাসিন্দা।
নিতরা হলেন এখই পরিবারের সন্তান, লোহাগাড়া সাম্বির পাড়ার সুলতান আহমদের সন্তান মোহাম্মদ আরফাত হোসেন মানিক এবং মোহাম্মদ মিজানুর রহমান।
কাজের সূত্রে জানা যায়,তারা ২ ভাই কাজ করতেন পবিত্র মদিনা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে আল খলিল এলাকায় অবস্থিত একটি সোফা কারখানায়।সেখানে অগ্নিকাণ্ডে তাদের দু’জনেরই মৃত্যু হয়।বর্তমানে তাদের মৃত্যু দেহ মদিনাস্থ কিং ফাহাদ হাসপাতালের মর্গে রয়েছে।
তাদের মৃত্যুতে পরিবার পরিজনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।এই ঘটনা নিয়ে এলাকাবাসী গভীর ভাবে শোকাহত।
সবচেয়ে বড় ইয়াবা চালান ১৪ লক্ষ পিস,আটক দুই ইয়াবা ব্যবসায়
চট্টগ্রামে দেশীয় অস্ত্র ও চোরাই পণ্যসহ আট ছিনতাইকারীকে গ্রেপ্তার