ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের বর্ষপূর্তি উৎসব ২২ অক্টোবর

ব্লাড এসোসিয়েশন,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়,ctg news,Chattogram news,ctg news24,bd news,bd news24,bd breaking news,bd news today,cox'bazer news, চট্টগ্রাম নিউজ,Bandarban,Rangamati,

এম আবু হেনা সাগর,ঈদগাঁও  প্রতিনিধি

রক্ত দিন, জীবন বাঁচান শ্লোগানকে সামনে রেখে  ঈদগাঁও উপজেলা সেচ্ছাসেবী,মানবিক সংগঠন

বৃহত্তর ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের তৃতীয় বর্ষপূর্তি উৎসব আগামী ২২শে অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

ঐদিন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী কর্মসুচী অনুষ্ঠিত হবে। এতে জেলা এবং বিভাগের অর্ধশতাধিক সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবে।

উক্ত অনুষ্ঠানে চিকিৎসক,শিক্ষক,জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধি গন উপস্থিত থাকবেন বলে জানালেন সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানা।বর্ষপূর্তি উৎসব সফল করতে ব্যাপক প্রচার প্রচারনা অব্যাহত রেখেছে সংগঠনের সদস্যরা