মোহাম্মদ কেফায়েত উল্লাহ ( খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা উপজেলা শাখার নতুন সদস্যদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অন্যায়কে বর্জন কর, সর্বস্তরে ন্যায় প্রতিষ্ঠা কর- শ্লোগানের মধ্য দিয়ে ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২ টার সময় মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা।
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা। সভায় নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান।