স্টাফ রিপোটার,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ২শত গজের ব্যবধানে জাতীয় শোক দিবস উপলক্ষে আ,লীগ এর পৃথক কাঙ্গালী ভোজ অনুষ্টিত হতে যাচ্ছে।
এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
১৫ আগষ্ট শোক দিবসের কাঙ্গালী ভোজ পৃথক পরিসরে করছেন আ,লীগ। একপক্ষে করছেন চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও গরু বাজারস্থ লাল মিয়া ভবনে। সেখানেই রয়েছেন সদর আ,লীগ সভাপতি আবু তালেব, জেলা যুব লীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর যুব লীগের সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী,
উপজেলা আ,
লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ওসমান গনি,ক্রীড়া বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন,ইসলামপুর আ,লীগ ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদা,সহ সভাপতি হাসান আলী, ঈদগাঁও আ,লীগ সাধারন সম্পাদক তারেক আজিজ,উপজেলা আ,লীগের নিবার্হী সদস্য আবদু রাজ্জাক,তৌফিক উদ্দিনও বিভিন্ন ইউনি য়নের নেতৃবৃন্দরা।
অন্যপক্ষ করছেন ঈদগাঁও আলমাছিয়া সড়কস্থ প্রিন্স কমিউনিটি সেন্টারে। সেখানেই রয়েছেন ঈদগাঁও আ,লীগের সভাপতি সোহেল জাহান চৌধুরী,উপজেলা শ্রমিকলীগের সভাপতি আম জাদ হোসেন ছোটন রাজা, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবু হেনা বিশাদ,সাবেক সাধা রন সম্পাদক ইরফানুল করিমসহ অনেকেই।