করোনা আক্রান্ত সাংবাদিকের সুস্থতা কামনায় ঈদগাহ রিপোর্টার্স সোসাইটি

কক্সবাজার,করোনা,মহামারী করোনা ভাইরাস,ctg news,Chattogram news,ctg news24,bd news,bd news24,

স্টাফ রিপোটার,ঈদগাঁও 

করোনা আক্রান্ত কক্সবাজারের তিন সাংবাদিক দৈনিক আজকের দেশবিদেশ সম্পাদক মোঃ আয়ুবুল ইসলাম, দৈনিক ইনকিলাব কক্সবাজার অফিস প্রধান শামসুল হক শারেক ও মাইটিভির 

প্রতিনিধি সাইফুল ইসলামের সুস্থতা কামনা করে ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির নেতৃবৃন্দরা। 

বিবৃতিদাতারা- রিপোর্টার্স সোসাইটির সভাপতি মফিজুল ইসলাম, সাধারন সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, এম ছরওয়ার শিফা, সহ সাধারন সম্পাদক মোজাম্মেল, সদস্য হাফেজ বজলুর রহমান,রফিক উদ্দিন লিটন,আলা উদ্দিন, এনা মুল হক, ইমরান তাওহীদ রানা ও মো: হোসাইন। 

নেতৃবৃন্দ বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে মহান রাব্বুল আলামীন তিন সাংবাদিকসহ দেশে আক্রান্ত সকলকে সুস্থ রাখুক। করোনা কাটিয়ে আবারো নব জীবনে ফিরিয়ে আনুক সে প্রত্যাশা রইল।