শিশু বলাৎকারের অভিযোগে হেফজখানার হাফেজ আটক

বোয়ালখালী থানা,শিশু নির্যাতন,ctg news,ctg news24,Chattogram news,bd news,bd news24,bd breaking news,bd job news,bd job circular,

৫ শিশু বলাৎকারের শিকার হয়েছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের একটি মাদ্রাসায়। গত ১৯ এপ্রিল শিশুদের বলাৎকারের অভিযোগ ওঠে মাদ্রাসাটির হেফজখানার শিক্ষক মো. জাকের (১৯) বিরুদ্ধে। 

অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত হাফেজ জাকেরকে আটক করে পুলিশ গত সোমবার (৩১ মে) হেফজখানা এলাকা থেকে।

তার বিরুদ্ধে করা মামলার তদন্তে জানা যায়, শিশুকে বলাৎকার করে মাদ্রাসার এতিমখানা ও হেফজখানার শিক্ষক হাফেজ মো. জাকের বিভিন্ন সময়ে গত  এপ্রিল হতে ১২ এপ্রিল পর্যন্ত। এই খবর এলাকায় প্রকাশিত হওয়ার পর পুলিশের হাতে তুলে দেয় হাফেজ মো. জাকেরকে আটক করে এলাকার মানুষ। 

এর পরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন বোয়ালখালী থানায় বাদী হয়ে সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী এলাকার মৃত ওমর মিয়ার পুত্র মো. আবু সিদ্দিক।  অভিযুক্ত আসামি হলেন নবী আহাম্মদ ছেলে।তিনি বাঁশখালী উপজেলার পূর্ব কাথরিয়া এলাকার বাসিন্দা। 

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম জানান,আদালতে সোপর্দ করা হয়েছে আসামিকে গ্রেপ্তার করে এবং অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করা হয়।