প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর কর্তৃক জানানো হয়েছে যে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজকের ২৮শে ফেব্রুয়ারি দুপুর ১২ টায় প্রকাশিত হবে। ফলাফলটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে পরীক্ষার্থীর রোল নাম্বারের মাধ্যমে চেক করা যাবে। এর আগে ২০২২ সালের ডিসেম্বরের ৩০ তারিখে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষাতে অনুষ্ঠিত হয়েছিল। সর্বমোট ৬ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধাক্রমের ভিত্তিতে ৮০ হাজার শিক্ষার্থীকে এই বৃদ্ধি প্রদান করা হবে।
ইতিমধ্যে অনেকেই ইন্টারনেটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করবে এবং কিভাবে ফলাফল চেক করবে তা জানার জন্য খুঁজতেছে। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে চেক করবেন তা জানানোর চেষ্টা করব। এছাড়াও এই বৃত্তি সম্পর্কিত আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করা হবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩
চলতি বছর পঞ্চম শ্রেণীর জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ করা হয়নি। এ কারণে সেই রেজাল্টের ভিত্তিতে প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ করাও সম্ভব হয়নি। এই কারণে গত ৩০ ডিসেম্বর আলাদা করে এই বৃত্তি পরীক্ষাটি নেওয়া হয়েছিল। এখন আমরা প্রাথমিক ভিত্তি পরীক্ষা নিয়ে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিব। নিচের টেবিলে সকল তথ্যগুলো তুলে ধরা হয়েছে।
পরীক্ষার নাম | প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ |
পরীক্ষার তারিখ : | ৩০ ডিসেম্বর ২০২২ |
পরীক্ষার বিষয় : | বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান |
পরীক্ষার সময়কাল | ২ ঘণ্টা (১০টা থেকে ১২টা) |
মোট নম্বর : | ১০০ নম্বর |
মোট পরীক্ষার্থী | ৬ লক্ষ |
মোট বৃত্তি পাবে | ৮০ হাজার |
বৃত্তির পরিমাণ | ট্যালেন্টপুল-৩০০/-, সাধারণ-২২৫/- |
পরীক্ষার ফলাফল প্রকাশ : | ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ |
ওয়েবসাইট : | http://www.dpe.gov.bd |
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ রেজাল্ট কবে দিবে
গত ৩০ শে ডিসেম্বর ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষায় সারা বাংলাদেশ থেকে সর্বমোট ৬ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। দুই ঘন্টার এই পরীক্ষাতে শিক্ষার্থীরা সর্বমোট চারটি বিষয়ের মোট ১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করার মাধ্যমে এই বৃদ্ধি প্রদান করা হবে বলে জানা গেছে।
পরীক্ষা শেষ হয়েছে প্রায় দুই মাস হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়নি। তাই ইন্টারনেটে অনেকেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ এর রেজাল্ট কবে দিবে তা জানতে চেয়েছে। আপনাদেরকে জানাতে চাই যে ইতোমধ্যে গত ১৪ই ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ২০২২ সালের প্রাথমিক ভিত্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে তার তারিখ জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জানানো হয়েছে যে চলতি ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ অর্থাৎ আজকের প্রাথমিক শিক্ষা বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি রেজাল্ট প্রকাশের পরপরই অনলাইনে এই বৃত্তি রেজাল্ট দেখা যাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের www.dpe.gov.bd ওয়েবসাইট থেকে রোল নাম্বার দিয়ে এই রেজাল্ট দেখা যাবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩
প্রতিবছর সাধারণত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রণয়ন করা হয়ে থাকে। কিন্তু চলতি বছর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোন সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আলাদা করে এই বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিল। পরীক্ষাটি গত ৩০ শে ডিসেম্বর ২০২২ সালে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
সারা বাংলাদেশ থেকে সর্ব মোট ৬ লক্ষ শিক্ষার্থী এই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ইতিমধ্যে মন্ত্রণালয় কর্তৃক ফলাফল প্রকাশের তারিখটিও জানানো হয়েছে। তারা জানিয়েছে যে ফেব্রুয়ারির ২৮ তারিখা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হবে। মেধা তালিকার ভিত্তিতে সর্বমোট ৮০ হাজার শিক্ষার্থী এ বৃত্তিপ্রাপ্ত হবেন।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদেরকে প্রতি মাসে ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদেরকে প্রতি মাসে ২২৫ টাকা হারে বৃত্তি প্রদান করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে ৫০% ছাত্র ও ৫০% ছাত্রীকে এই বৃত্তি প্রদান করা হবে। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে এই ফলাফল রোল নাম্বারের মাধ্যমে জানা যাবে।
রেজাল্ট দেখুন
বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবো
যেহেতু ইতিমধ্যেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে তাই অনেকেই ইন্টারনেটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখব তা জানতে চেয়েছে। আপনি অনলাইন থেকে অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে কয়েকটি পদ্ধতি অনুসরণ করে এই ফলাফল চেক করতে পারবেন। আপনি যদি পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখার প্রক্রিয়া না জেনে থাকেন তাহলে দয়া করে এসে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।
প্রথমে মোবাইলের ইন্টারনেট ব্রাউজার থেকে http://180.211.137.51 লিংকে ক্লিক করুন।
তারপর মেনূ থেকে “রোল নাম্বার অনুসারে একক ফলাফল” নির্বাচন করুন।
এবার পরীক্ষার নাম নিবাচন করুন “প্রাথমিক শিক্ষা”/ “ইবতেদায়ী শিক্ষা” নির্বাচন করুন।
পরীক্ষার সনঃ ২০২২ নির্বাচন করুন।
বিভাগঃ শিক্ষার্থীর বিভাগ নির্বাচন করুন।
জেলাঃ শিক্ষার্থীর জেলা নির্বাচন করুন।
উপজেলা/থানাঃ শিক্ষার্থীর উপজেলা বা থানা নির্বাচন করুন।
রোল নাম্বারঃ বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র থেকে রোল নাম্বার ইনপুট করুন।
সর্বশেষ “সমর্পণ করুন” বাটনে ক্লিক করুন
ব্যাস, স্কিনে ফলাফল প্রদর্শিত হবে।
🔴 উপরের উল্লেখিত পদ্ধতিতে ২০২২ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল অনলাইন থেকে সংগ্রহ করা যাবে। তাছাড়া শিক্ষার্থীদের নিজ স্কুলে ফলাফল নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে।
৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট
২০২২ সালে অনুষ্ঠিতব্য ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট আজকের প্রকাশ করা হবে। ফলাফলটি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর কর্তৃক অনলাইনে প্রকাশ করবে। অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট থেকে এবং নিজ নিজ স্কুলের নোটিশ বোর্ড থেকে এর রেজাল্ট সংগ্রহ করা যাবে।
ইতিমধ্যেই আমি আজকের এই পোস্টে ফলাফল সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে কিভাবে এই ফলাফল দেখবেন তার পূর্ণাঙ্গ প্রক্রিয়াটি আপনাদের মাঝে দেখিয়েছি।
তবুও যদি আপনি ফলাফল দেখতে কোন রকম সমস্যা সম্মুখীন হয়ে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে শিক্ষার্থীর রোল নাম্বার এবং অন্যান্য তথ্যগুলো প্রদান করুন। আমি অনলাইন থেকে আপনার জন্য এই ফলাফল সংগ্রহ করে দেবার চেষ্টা করব।
সর্বশেষ কথা
চলতি বছর প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষায় ৬ লক্ষের মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। কিন্তু মাত্র ৮০ হাজার শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। আজকের এই পোস্টে আমি আপনার সাথে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি এবং এর সাথে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন তাও জানিয়েছি। আশা করি ইতিমধ্যে আপনি আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে ইন্টারনেট থেকে আপনার কাঙ্খিত বৃত্তি পরীক্ষার ফলাফলটি দেখতে পেরেছেন। ধন্যবাদ