প্রথমবারের মতো সৌদিতে উটের সৌন্দর্য প্রতিযোগিতায় নারী
রক্ষণশীল সৌদি আরবে প্রথমবারের মতো উটের সৌন্দর্য প্রতিযোগিতায় এবার নারীরাও তাদের উট নিয়ে অংশ নিয়েছেন। তারা তাদের ঘোড়ায় চড়ে অনুষ্ঠানে যোগ দেন। এর আগে দেশটিতে এমন ঘটনা ঘটেনি। এত দিন কিং আবদেল আজিজ উৎসবে সাধারণত পুরুষেরাই তাদের উট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতেন। খবর দ্য ডনের।
নারীদের জন্য এই প্রতিযোগিতায় ৪০ জন অংশগ্রহণকারীর মধ্যে শীর্ষ ৫ জন ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন। মূলত এই প্রতিযোগিতায় প্রাধান্য পায় উট কতটা লম্বা, ঝুলে যাওয়া ঠোঁট, বড় নাক ও সুঠাম কুঁজ।
রশিদি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই উটের প্রতি আগ্রহী। যখনই শুনলাম, নারীদেরও এ প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হয়েছে, আমিও অংশগ্রহণের সিদ্ধান্ত নিলাম।’
অনুষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ আল-হারবি বলেন, ‘বেদুইন সমাজের অবিচ্ছেদ্য অংশ নারী। তাদের কাছে উটের মালিকানা থাকে এবং উটের দেখাশোনাও করেন তারা। এই উৎসবে নারীদের অংশগ্রহণ ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করবে।’
প্রথমবারের মতো সৌদিতে উটের সৌন্দর্য প্রতিযোগিতায় নারী
রক্ষণশীল সৌদি আরবে প্রথমবারের মতো উটের সৌন্দর্য প্রতিযোগিতায় এবার নারীরাও তাদের উট নিয়ে অংশ নিয়েছেন। তারা তাদের ঘোড়ায় চড়ে অনুষ্ঠানে যোগ দেন। এর আগে দেশটিতে এমন ঘটনা ঘটেনি। এত দিন কিং আবদেল আজিজ উৎসবে সাধারণত পুরুষেরাই তাদের উট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতেন। খবর দ্য ডনের।
নারীদের জন্য এই প্রতিযোগিতায় ৪০ জন অংশগ্রহণকারীর মধ্যে শীর্ষ ৫ জন ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন। মূলত এই প্রতিযোগিতায় প্রাধান্য পায় উট কতটা লম্বা, ঝুলে যাওয়া ঠোঁট, বড় নাক ও সুঠাম কুঁজ।
রশিদি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই উটের প্রতি আগ্রহী। যখনই শুনলাম, নারীদেরও এ প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হয়েছে, আমিও অংশগ্রহণের সিদ্ধান্ত নিলাম।’
অনুষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ আল-হারবি বলেন, ‘বেদুইন সমাজের অবিচ্ছেদ্য অংশ নারী। তাদের কাছে উটের মালিকানা থাকে এবং উটের দেখাশোনাও করেন তারা। এই উৎসবে নারীদের অংশগ্রহণ ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করবে।’
প্রথমবারের মতো সৌদিতে উটের সৌন্দর্য প্রতিযোগিতায় নারী
রক্ষণশীল সৌদি আরবে প্রথমবারের মতো উটের সৌন্দর্য প্রতিযোগিতায় এবার নারীরাও তাদের উট নিয়ে অংশ নিয়েছেন। তারা তাদের ঘোড়ায় চড়ে অনুষ্ঠানে যোগ দেন। এর আগে দেশটিতে এমন ঘটনা ঘটেনি। এত দিন কিং আবদেল আজিজ উৎসবে সাধারণত পুরুষেরাই তাদের উট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতেন। খবর দ্য ডনের।
নারীদের জন্য এই প্রতিযোগিতায় ৪০ জন অংশগ্রহণকারীর মধ্যে শীর্ষ ৫ জন ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন। মূলত এই প্রতিযোগিতায় প্রাধান্য পায় উট কতটা লম্বা, ঝুলে যাওয়া ঠোঁট, বড় নাক ও সুঠাম কুঁজ।
রশিদি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই উটের প্রতি আগ্রহী। যখনই শুনলাম, নারীদেরও এ প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হয়েছে, আমিও অংশগ্রহণের সিদ্ধান্ত নিলাম।’
অনুষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ আল-হারবি বলেন, ‘বেদুইন সমাজের অবিচ্ছেদ্য অংশ নারী। তাদের কাছে উটের মালিকানা থাকে এবং উটের দেখাশোনাও করেন তারা। এই উৎসবে নারীদের অংশগ্রহণ ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করবে।’
প্রথমবারের মতো সৌদিতে উটের সৌন্দর্য প্রতিযোগিতায় নারী
রক্ষণশীল সৌদি আরবে প্রথমবারের মতো উটের সৌন্দর্য প্রতিযোগিতায় এবার নারীরাও তাদের উট নিয়ে অংশ নিয়েছেন। তারা তাদের ঘোড়ায় চড়ে অনুষ্ঠানে যোগ দেন। এর আগে দেশটিতে এমন ঘটনা ঘটেনি। এত দিন কিং আবদেল আজিজ উৎসবে সাধারণত পুরুষেরাই তাদের উট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতেন। খবর দ্য ডনের।
নারীদের জন্য এই প্রতিযোগিতায় ৪০ জন অংশগ্রহণকারীর মধ্যে শীর্ষ ৫ জন ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন। মূলত এই প্রতিযোগিতায় প্রাধান্য পায় উট কতটা লম্বা, ঝুলে যাওয়া ঠোঁট, বড় নাক ও সুঠাম কুঁজ।
রশিদি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই উটের প্রতি আগ্রহী। যখনই শুনলাম, নারীদেরও এ প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হয়েছে, আমিও অংশগ্রহণের সিদ্ধান্ত নিলাম।’
অনুষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ আল-হারবি বলেন, ‘বেদুইন সমাজের অবিচ্ছেদ্য অংশ নারী। তাদের কাছে উটের মালিকানা থাকে এবং উটের দেখাশোনাও করেন তারা। এই উৎসবে নারীদের অংশগ্রহণ ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করবে।’