চট্টগ্রাম লগরের রাস্তায় কোমর পানি ঈদের দিনেই

খাতুনগঞ্জ,চকবাজার,পতেঙ্গা আবহাওয়া অফিস,পতেঙ্গা,ctg news,Chattogram news,ctg news24,

বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ মিলিমিটার চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়। নগরীর নিম্নাঞ্চলের বেশি ভাগ অংশ তলিয়ে যায় বৃষ্টি হওয়াতে।শুক্রবার (১৪ মে) বৃষ্টি শুরু হয় সকাল সাড়ে ৯টা থেকে। দেড় ঘণ্টা ধরে বেশি বৃষ্টি ছিল এই সময় চট্টগ্রাম নগরে

জানা গেছে,সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে,দুই নম্বর গেইট,আগ্রাবাদ সিডিএ,খাতুনগঞ্জ,আবাসিক এলাকা,চকবাজার ও বহদ্দারহাটসহ অধিকাংশ নিম্নাঞ্চলের সড়কে। আর পানি ঢুকে যায় এই সব এলাকার দোকানপাটে। আর নগরবাসীদের জলবদ্ধতার কারণে অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে  চলাচল করতে হচ্ছে ঈদের দিনে।

স্থানীয় একজন বলেন, সকল থেকে বৃষ্টি হওয়ার কারণে বেশি ভাড়া দিয়ে ঈদের নামাজ আদায় করতে গিয়েছি। আর জলাবদ্ধা তৈরি হয় অল্প বৃষ্টিতে। এছাড়া পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান,আবার বৃষ্টি হতে পারে আজ সন্ধ্যার দিকে। আর মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্যরাতে আবারও।