স্টাফ রিপোটার,ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান এর নিবার্চনী জনসভায় বক্তারা ১১ই নভেম্বর ইউপি নিবার্চনে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানিয়েছেন।
৭ নভেম্বর বিকেলে চৌফলদন্ডী সাগরমনি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ সভা পতি এহছানুল হকের সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক, পৌর মেয়র মুজিবুর রহমান।
অন্যদের মাঝে অংশ নেন, জেলা আ,লীগ নেতা মাহবুবুল হক মুকুল, মাহবুবুর রহমান চৌধুরী,
রনজিত দাশ,ইঞ্জিনিয়ার বদিউল আলম,সদর আওয়ামী লীগের সভাপতি আবু তালেব,পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম,
সদর আ,লীগের সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মারুফ আদনান,সহ সভাপতি মঈন উদ্দিন,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হামিদা তাহের,সদর আ,লীগ সহ সভাপতি ওয়াজ করিম বাবুল, যুগ্ন সম্পাদক বদিউল আলম আমীর,
সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, সদর যুবলীগ সাধারন সম্পাদক রাজি বুল হক চৌধুরী রিকো, জালালাবাদ ইউনিয়ন আ,লীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, চৌফলদন্ডী আ,লীগের সাধারন সম্পাদক শাহজাহান মনির, ছাত্রনেতা আবু হেনা বিশাদ,
ইরফানুল করিম, তানজিদ ওয়াহিদ লোটাস, মনজুর আলম,যুবনেতা কামাল উদ্দিন,এডভো. বাপ্পি শর্মা,প্রবাসী সরওয়ার কামালসহ আ,লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃনমূল পর্যাযের নেতাকর্মীরা।
বিশাল জনসভা শুরুর পূর্বে থেকে বিদ্যালয়ের মাঠ লোকে লোকারন্য হয়ে উঠে। ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে লোকজন মিছিল সহ কারে ডাকঢোল পিটিয়ে যোগ দেন জনসভায়।