তালেবানের যোদ্ধারা! দুর্নীতি-মাদকের সঙ্গে জড়াচ্ছে
মার্কিন সমর্থিত সরকারকে হটিয়ে ২০২১ সালের ১৫ আগস্ট পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর তারা ঘোষণা দেয় নতুন করে আফগানিস্তানকে গড়ে তুলবে।
তবে তালেবান নেতাদের এখন নিজেদের সাধারণ সদস্যদের নিয়েই হিমশিম খেতে হচ্ছে। কারণ তারা মাদক, দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে। সঙ্গে ক্ষমতার অপব্যবহারও করছে। এমনকি তালেবানের চরম শত্রু আইএসএসের সঙ্গেও হাত মেলাচ্ছেন কেউ কেউ।
আর এসব অভিযোগের কারণে ২৮৪০ জন সদস্যকে অব্যহতি দেয়ার কথা জানিয়েছেন দেশটির পরিশোধন কমিটির প্রধান লতিফুল্লাহ হাকিমি। মোট ১৪টি প্রদেশ থেকে তাদের খুঁজে বের করে অব্যহতি দেয়া হয়।
সংবাদ সংস্থা এএফপিকে লতিফুল্লাহ হাকিমি বলেন, অব্যহতিপ্রাপ্ত সদস্যরা দুর্নীতি, মাদকের সঙ্গে জড়িয়ে পড়া ও সাধারণ মানুষের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছিল। কারো কারো আইএসআইএসের সঙ্গে যোগসাজশ ছিল।
তিনি আরো জানান, ওই সকল সদস্যরা ইসলামিক আমিরাত আফগানিস্তানের নাম খারাপ করছিল। সম্পূর্ণ ভালো সদস্যদের দিয়ে সেনাবাহিনী ও পুলিশি কার্যক্রম পরিচালনা করার জন্য খারাপদের বাদ দেয়া হয়েছে।