এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি
ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌছে দেওয়া কিংবা সর্বোপরি মুসলিম সমাজের মাঝে দ্বীনি দাওয়াত ছড়িয়ে দিতে শীত মৌসুমে তাফসীরুল কোরআন মাহফিল ও সভা চলছে বৃহত্তর ঈদগাঁওতে।
জানা যায়, কক্সবাজারের নবঘোষিত উপজেলা ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা জনবহুল স্থানে কনকনে শীত মৌসুমে প্রতিবছরের ন্যায় এবছরও নানা সামাজিক সংগঠন, সমিতির উদ্যোগে মাহফিল চলছে। মাহফিলে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে সুদক্ষ বক্তারা এসে থাকেন ইসলামের দাওয়াত দিতে।
আয়োজকরা তাদের মাহফিলে জনসমাগম ঘটাতে ফেস্টুন, লিফলেট, পোষ্টার-মাইকিং ও গেইট দিয়ে ব্যাপক আকারে প্রচার প্রসার ঘটান। তারা সেভাবে মাহফিলের ক্ষেত্রে সফল ও স্বার্থক হয়ে উঠে।
বৃহত্তর ঈদগাঁওর ইসলামাবাদ,ইসলামপুর, পোক খালী, জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের প্রত্যান্ত গ্রামগঞ্জের যুবক-তরুনরা ঐক্যবদ্ব হয়ে এ শীত মৌসুমে প্রতিবারের ন্যায় এবারো মাহফিল দেওয়ার লক্ষ্যে তৎপর হয়ে উঠেছেন।
এলাকার যুব সমাজ ঐক্য বদ্ধ হয়ে যে ইসলামের দাওয়াত দেওয়ার লক্ষ্যে এলাকা ভিত্তিক তাফসীর মাহফিল করাকে সাধুবাদ জানিয়েছেন।