ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌছে দিতে,ঈদগাঁওর সর্বত্রই স্থানে চলছে তাফসীর মাহফিল

এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি

ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌছে দেওয়া কিংবা সর্বোপরি মুসলিম সমাজের মাঝে দ্বীনি দাওয়াত ছড়িয়ে দিতে শীত মৌসুমে তাফসীরুল কোরআন মাহফিল ও সভা চলছে বৃহত্তর ঈদগাঁওতে

জানা যায়, কক্সবাজারের নবঘোষিত উপজেলা ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা জনবহুল স্থানে কনকনে শীত মৌসুমে প্রতিবছরের ন্যায় এবছরও নানা সামাজিক সংগঠন, সমিতির উদ্যোগে মাহফিল চলছে। মাহফিলে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে সুদক্ষ বক্তারা এসে থাকেন ইসলামের দাওয়াত দিতে।

আয়োজকরা তাদের মাহফিলে জনসমাগম ঘটাতে ফেস্টুন, লিফলেট, পোষ্টার-মাইকিং ও গেইট দিয়ে ব্যাপক আকারে প্রচার প্রসার ঘটান। তারা সেভাবে মাহফিলের ক্ষেত্রে সফল ও স্বার্থক হয়ে উঠে।

বৃহত্তর ঈদগাঁওর ইসলামাবাদ,ইসলামপুর, পোক খালী, জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের প্রত্যান্ত গ্রামগঞ্জের যুবক-তরুনরা ঐক্যবদ্ব হয়ে এ শীত মৌসুমে প্রতিবারের ন্যায় এবারো মাহফিল দেওয়ার লক্ষ্যে তৎপর হয়ে উঠেছেন। 

এলাকার যুব সমাজ ঐক্য বদ্ধ হয়ে যে ইসলামের দাওয়াত দেওয়ার লক্ষ্যে এলাকা ভিত্তিক তাফসীর মাহফিল করাকে সাধুবাদ জানিয়েছেন।