ঈদগাঁও উপজেলা আ’লীগের আহবায়ক কমিটি গঠিত

কক্সবাজার,জাতীয় সংসদ,ctg news,Chattogram news,ctg news24,bd news,bd news24,bd breaking news,bd news today,cox'bazer news, চট্টগ্রাম নিউজ,Bandarban,Rangamati,Banglanews24,chittagong, Ctg times,Chattogram manch, Chittagong news english, Chattogram pratidin, Chattagram live news, Daily Chittagong, Ctg newspaper, Cplus tv ctg news, BD news, Jago news chittagong university, Chittagong lockdown news, Chittagong crime news,

এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলা  আ’লীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বিকেল ৪টা’য় জাতীয় সংসদ ভবনের হুইপ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বায়ক কমিটি অনুমোদিত হয় বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। 

এসময় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাতীয় সংসদের হুইফ আবু সাইয়েদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় আ’লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম,আ’লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাহাব উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন বৈঠকে উপস্থিত ছিলেন বলেও সূত্রটি জানিয়েছে।

ঈদগাঁও উপজেলার নবগঠিত কমিটিতে আহবায়ক মনোনীত হয়েছেন কক্সবাজার সদর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আবু তালেব। যুগ্ন আহবায়ক হলেন যথাক্রমে-হুমায়ুন কবির চৌধুরী হিমু, মহিদুল্লাহ মুহিদ,চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।আহবায়ক কমিটির সদস্য সংখ্যা হচ্ছে ৫১ জন।