এডভোকেট হাসান আলী চৌধুরীর জন্মদিন উদযাপন

চট্টগ্রাম আদালত,বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,ctg news,Chattogram news,bd news,bd news24, ctg news24,bd breaking news,

মোবারক সাঈদ (চট্টগ্রাম আদালত প্রতিনিধি) আপডেট সময়ঃ ১৫ জুন,২০২১

চট্টগ্রাম আদালতের বিজ্ঞ আইনজীবীগণ ও এসোসিয়েট’স কেক কেটে উদযাপন করেন এডভোকেট মুহাম্মদ হাসান অালী চৌধুরীর জন্মদিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিট এর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সহ- সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী’র জন্মদিন উদযাপন করা হয়েছে। বিশেষ এই দিনটি উপলক্ষে অদ্য দুপুর ২ টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আইনজীবী ভবনের ২৪১ নং কক্ষে “এডভোকেট হাসান আলী চৌধুরী এন্ড এসোসিয়েটস” এর উদ্যোগে কেক কাটা হয়েছে।

এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার রাজানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আবু বকর চৌধুরী ও একজন সিনিয়র আইনজীবী। যিনি রাংগুনিয়া সহকারী জজ আদালতে আইনচর্চা করেন এবং মাতা তাহেরা বেগমও অবঃ প্রাপ্ত প্রাইমারী স্কুলের শিক্ষিকা।

আরও উল্লেখ্য যে,

বিজ্ঞ আইনজীবীগণ ও এসোসিয়েটবৃন্দ বিজ্ঞ এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরীর দীর্ঘায়ু কামনা করে দোয়ার আরজ করেন।