উৎসাহমুখর পরিবেশে ঈদগাঁওতে কোভিড-১৯ গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কোভিড-১৯ গণটিকা,ctg news,Chattogram news,ctg news24,bd news,bd news24,bd breaking news,bd news today,cox'bazer news, চট্টগ্রাম নিউজ,Bandarban,Rangamati,

স্টাফ রিপোটার,ঈদগাঁও প্রতিনিধি

সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে ঈদগাঁও তে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। 

২৮ অক্টোবর সকাল থেকে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন টিকাদান কেন্দ্রে নিবন্ধিতদের এ টিকা  প্রয়োগ করা হচ্ছে। পপুলেশন মুভমেন্ট অপারেশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় এই কেন্দ্রে পনের শত জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিনে গত ২৮ সেপ্টেম্বর যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ গ্রহণ করেন বলে জানান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক যুবক