কক্সবাজার সদরের ঈদগাঁওতে এক ব্যাক্তির লাশ মিললো রেল লাইনে

কক্সবাজার,Cox'bazer, Cox'bazer news,ctg news,ctg news24,Chattogram news,bd breaking news, bd breaking news24,

স্টাফ রিপোটার,ঈদগাঁও প্রতিনিধি

২৬মে সকালে এই লাশের সন্ধান পেল স্থানীয়রা। তার নাম শামসুল আলম। তিনি চৌফলদন্ডীর ৯ নং ওয়ার্ড পূর্বঘোনা পাড়া মৃত ছৈয়দ আকবরের ছেলে। তার রয়েছে তিন মেয়ে ও দুই ছেলে। তবে একটি ছেলে পাগল। লাশ দেখতেই স্থানীয়দের উপচেপড়া ভীড় যেন চোখে পড়ার মত। 

বুধবার সকালে ঈদগাঁওর কালির ছড়া লালশরি পাড়ার পশ্চিমে রেললাইনের ব্রীজের নীচে লাশ টি দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়েই শামসুর লাশটি উদ্ধার করলো পুলিশ।এই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার এবং ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা।

মৃত শামসুল আলমের শাশুর লালমিয়া জানান, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল তার জামাইয়ের। এছাড়া আর কোথাও আঘাত নেই।  

স্থানীয় ওয়ার্ড় আ,লীগ নেতা গিয়াস উদ্দিন এবং  নিকটাত্বীয় লেদু জানিয়েছেন,শামসুল আলমের নাক দিয়ে রক্ত বের হচ্ছে, গলায় আছড়ের চিহৃ রয়েছে।  

স্থানীয় মেম্বার জয়নাল আবেদীন ঘোনা পাড়ার শামশুল আলমের লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।