ঈদগাঁওতে শীতের শুরুতেই লেপ তোষক কারিগরেরা ব্যস্তমুখর

লেপ তোষক,কম্বল,শীত,কক্সবাজার,ctg news,Chattogram news,ctg news24,bd news,bd news24,bd breaking news,bd news today,cox'bazer news, চট্টগ্রাম নিউজ,Bandarban,Rangamati,

এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি

শরৎ পেরিয়ে হেমন্ত এসেছে প্রকৃতিতে। শীতের আগমনী বার্তা এখন প্রকৃতির সর্বত্র। ভোরে ঘাসের ওপর শিশির আর রাতে হালকা শীত এই নিয়ে হেমন্ত কাটে। দিনে গরম থাকলেও রাত নামলেই গায়ে হালকা শীতের অনুভূত হয়।

কাঁথা বা হালকা কম্বল গায়ে এখনও না লাগলেও শীতের ভাবটা কার্তিকের শুরুতেই টের পাওয়া যাচ্ছে। আসছে শীতের হাত থেকে বাঁচতে অনেকে আগে-ভাগেই লেপ তোষক-কম্বলের দোকানে ভিড় করছে।

কক্সবাজারের ঈদগাঁও বাজারে কাপড়ের দোকানগুলোতে দোকানীরা শীত কাপড়সহ কম্বল তুলতে শুরু করেছে। আর লেপ তোষকের দোকানে নতুন লেপ বানানোর চাহিদাও কম নয়। 

মাঝে মাঝে বৃষ্টি আর প্রকৃতির বিরুপ আচরণে ঈদগাঁওতে কার্তিকের শুরুতেই শীত-গরমের খেলা অনুভব করছে মানুষ। পরে ভিড় বাড়তে পারে ভেবে লেপ বানানোর জন্য ছুটছে অনেকে। ঈদগাঁও উপজেলায় লেপ তোষকের দোকানগুলোতে কারিগরদের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। দৈনিক লেপ তৈরি করতে ব্যস্ত মুখর হয়ে পড়েন কারিগরেরা। তাদের দম ফেলার সময় নেই।

এক কারিগর জানান, ধীরে ধীরে শীত অনুভূত হওয়ার পর থেকে লেপ তোষক তৈরি করতে আগ্রহী হয়ে উঠছে গ্রামীন জনপদের ক্রেতারা।