অনুষ্টান সম্পন্ন
স্টাফ রিপোটার,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ
ইউনিয়নের সামাজিক সংগঠন জাগ্রত জালালা বাদের পাঠাগারে বই প্রদান অনুষ্টান সম্পন্ন হয়।
৩ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের প্রধান কার্যালয়ে
পাঠাগারে বই হস্তান্তর অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলে কবি হুমায়ুন ছিদ্দিকী, জাহাঙ্গীর মোহাম্মদ, ধারাভাষ্যকার সাকলাইন মোস্তাক,
জাগ্রত জালালাবাদের উপদেষ্টা গিয়াস উদ্দিন, ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন ইমরান তাওহীদ রানা।
সংগঠনের পক্ষ থেকে ভার্চুয়ালী বক্তব্য দেন সভাপতি মোবারক সাঈদ ও সাধারন সম্পাদক
আবদুল হালিম।এতে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন,আইযুব, নওশাদ উদ্দিন রিজভী,আবরার মাহমুদ অনি,শাহরিয়া আবরাত অপি, সুমন উদ্দিন নাহিদ, সায়েফ নাছির হোসেন জয়, নুসাইব মাহমুদ আদিল,রমজান আলী, শাহিন, রবি ও ফাহিম।
বক্তারা বলেন, বই জ্ঞানের ভান্ডার। বই জ্ঞানের প্রতীক। একটি ভালো বই ঘুমন্ত বিবেক জাগিয়ে তুলে। বই-ই জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। জ্ঞানের পরিধি বাড়াতে হলে বই পড়তে হবে। যুগে যুগে মানুষের জ্ঞান,বিজ্ঞান,শিল্প সাহিত্য সাধনার নীরব সাক্ষী বই। অনুষ্টান শেষে কবি হুমায়ুন ছিদ্দিকী শতাধিক বই উপহার দিলেন জাগ্রত জালালাবাদ পাঠাগারে।