কক্সবাজার জেলার নব নিযুক্ত এডিসি বিভীষণ কান্তি দাশ বাশঁখালীর কৃতি সন্তান

কক্সবাজার,জনপ্রশাসন মন্ত্রণালয়,বান্দরবান,bd news,ctg news, Chattogram news,bd news24, ctg news24, bd breaking news,

মোবারক হোসাইন সাঈদ(ঈদগাঁও প্রতিনিধি)

বাঁশখালীর সন্তান বিভীষণ কান্তি দাশ কে কক্সবাজার জেলার নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ১৭২ নম্বর স্মারকে উপসচিব শাহীন আরা বেগম পিপিএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিভীষণ কান্তি দাশ সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তা’কে দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয়। 

কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পাওয়া বিভীষণ কান্তি দাশ ২০২০ সালের ১৮ আগস্ট থেকে কুমিল্লা জেলার চান্দিনার ইউএনও হিসাবে কর্মরত রয়েছেন। বিভীষণ কান্তি দাশ’কে আগে ভিন্ন একটি আদেশে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয়েছিল। সে আদেশটি একই প্রজ্ঞাপনে বাতিল করা হয়েছে।