জালালাবাদে গরুসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক

কক্সবাজার,ঈদগাঁও থানা,Cox'bazer, Cox'bazer news,ctg news,ctg news24,Chattogram news,bd breaking news, bd breaking news24,

স্টাফ রিপোটার ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজার সদরের জালালাবাদে গরুসহ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে আটক করা হয়েছে,

তবে পলাতক রয়েছে একজন। ২৮ মে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঈদগাঁও থানায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর- ১২। বাদী জালালাবাদ মাছুয়া পাড়ার মৃত অশ্বিনী দাসের পুত্র মন্টু দাস।

ধৃতরা জালালাবাদ সওদাগর পাড়ার আব্দুর রহিম, ছাতি পাড়ার শাহিন,ঈদগাঁও জাগির পাড়ার রুহুল আমিন। পলাতক রয়েছে বঙ্কিম বাজারের জিহাদ প্রকাশ কালু। 

মামলার বাদী ও গরুর মালিক জানান, উদ্ধার কৃত গরুটির আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা হবে। বাছুর গরুটি উদ্ধার করা হয় রামু এলাকা থেকে। 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, সিন্ডিকেটের পলাতক সদস্য ও অপরাপরদের ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনের আওতায় আনা হবে।