কক্সবাজারে সৈকতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকত,ctg news,Chattogram news,ctg news24,bd news,bd news24,bd breaking news,bd news today,cox'bazer news, চট্টগ্রাম নিউজ,

স্টাফ রিপোটার,ঈদগাঁও 

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া পর্যটকের নাম টকিন মকবুল ৮ই সেপ্টেম্বর দুপুরে সৈকতের সী-গাল পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত শিক্ষার্থী ঢাকার শ্যামলীর আদাবরের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে টকিন মকবুল বলে জানা গেছে। তিনি ব্রাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল।

জানা যায়, ঢাকা থেকে তিন বন্ধু মঙ্গলবার রাতে কক্সবাজারে বেড়াতে আসেন। বুধবার দুপুরে সীগাল পয়েন্টে গোসল করতে গেলে তারা সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যান। সেখান থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও অনেক্ষণপর মুকুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করে। 

সচেতন মহল মতে, সৈকতে পর্যটকদের গোসল নিরাপদ রাখতে সৈকত জুড়ে সীনেট স্থাপন এখন সময়ের দাবী।