স্টাফ রিপোর্টার,ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার জেলায় নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার উপজেলা কমপ্লেক্স আরাকান সড়ক সংলগ্ন ঈদগাঁওতে করার দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৫ই নভেম্বর বিকেলে চট্রগ্রাম-কক্সবাজার মহা সড়কের ঈদগাঁও বাসষ্টেশনে এই মানব বন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম, ঈদগাঁও বাজার ভূমি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল এহসান বাবু,
ঈদগাঁও ৩নং ওয়ার্ড়ের মেম্বার নুরুল হক, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মো: রেজাউল করিম, ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, প্রবাসী মোহাম্মদ ছৈয়দ, ঈদগাঁও ৭নং ওয়ার্ড় আ,লীগের সাবেক সভাপতি মনজুর আলম, মানবাধিকার নেতা রাশেদুল আমীর, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ঈদগাঁও উপজেলা নেতা আবু ছালেহ,
সদর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম, ওয়ার্ড় আ,লীগের সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনি,ঈদগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুব আলম মাবু, ঈদগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল, সাংগঠনিক সম্পাদক নুরুল হক ভাইয়া, যুবনেতা সাদ্দাম হোসেন, মিজান, সুমন, আনছার মিয়া, আরমানসহ সংবাদকর্মী এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
মানববন্ধনে বক্তারা বলেন, যোগাযোগের সুবিধার্থে মহাসড়ক সংলগ্ন পয়েন্টে উপজেলা কমপ্লেক্স করার জোর দাবী জানান সরকারের প্রতি।
আরো বলেন, ঈদগাঁও ষ্টেশন সর্বসাধারণের চলাচলের স্থানও উপজেলা পরিষদ নির্বাচনেরও একটি প্রত্যাশিত স্থান। এই উপজেলা পরিষদ আরাকান সড়কের আশেপাশে হলে ছোট ছোট বিতর্কগুলো থাকত না। মানুষের আকাঙ্ক্ষাও পূরণ হতো।
ঈদগাঁও স্টেশনের পাশে উপজেলা পরিষদ হলে সারাদেশের মানুষ যাত্রাপথে নব গঠিত ঈদগাঁও উপজেলাকে জানার সুযোগ সৃষ্টি পেতো। ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করলে ঈদগাঁও উপ জেলাবাসীর জন্য দেয়া প্রধানমন্ত্রীর উপহারটা সারা দেশের মানুষ জানতে পারতো।