ঈদগাঁও উপজেলার (প্রশাসক) হিসেবে আ,লীগের সভাপতি আবু তালেবের বিকল্প নেই

ঈদগাঁও উপজেলার প্রশাসক,ছাত্রলীগ,বঙ্গবন্ধু,কক্সবাজার,ঈদগাঁও উপজেলা চেয়ারম্যান,ctg news,Chattogram newes,ctg news24,bd news,bd news24,bd breaking news,bd news today,

স্টাফ রিপোটার,ঈদগাঁও 

জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেবকে ঘোষিত নতুন ঈদগাঁও উপজেলা চেয়ার ম্যান (প্রশাসক) হিসেবে পেতে চাই এলাকাবাসী।

প্রাপ্ত তথ্য মতে,  আবু তালেব বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতন্দ্র প্রহরী। ৯০ দশকে সৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী,বিএনপি শাসনামলের নির্যাতিত নেতা, হাজারো কর্মী সৃষ্টির কারিগর। দু:সময়ের পরিক্ষিত সৈনিক আবু তালেব টানা দুই বারের ককসবাজার জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। 

আবার ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের গভর্নিং বড়ির সভাপতি। বর্তমান কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী এবং  সফল সভাপতি। সদ্য ঘোষিত ঈদগাঁও’র কৃতি সন্তান,পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ আওয়ামীলীগের একজন বিশ্বস্ত সৈনিক, দীর্ঘ ৩৮ বছরের রাজনৈতিক জীবনে নিরলস কর্মী ও দলের জন্য নিবেদিত প্রাণ। 

এমন ব্যাক্তিকে নতুন অনুমোদনকৃত ঈদগাঁও উপজেলা চেয়ারম্যান (প্রশাসক) পেতে চাই ইসলামপুর,ইসলামাবাদ,পোকখালী,জালালা বাদ ও ঈদগাঁও ইউনিয়নের নানান শ্রেনী পেশার লোকজন।