মাটিরাঙ্গায় জশনে জুলুসের বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈদে মিলাদুন্নবী (সাঃ),জশনে জুলুস,আহলে সুন্নাত ওয়াল জামায়াত,গাউসিয়া কমিটি,ctg news,Chattogram news,ctg news24,bd news,bd news24,bd breaking news,bd news today,cox'bazer news, চট্টগ্রাম নিউজ,Bandarban,Rangamati,

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জশনে জুলুসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল বর্ণাঢ্য জশনে জুলুস শোভাযাত্রা শুরু হয়ে মাটিরাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখা আহলে সুন্নাত ওয়াল জামায়াত  জশনে জুলুসের বর্ণাঢ্য এ শোভাযাত্রার আয়োজন করে।

জশনে জুলুস উপলক্ষে সকাল থেকেই মাটিরাঙ্গার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে রঙ্গ বেরঙ্গের ব্যানার ফেস্টুন নিয়ে  ধর্মপ্রাণ মুসলমানগণ হাজির হতে থাকেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে।

র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াত মাটিরাঙ্গা শাখার সভাপতি মাওলানা মুফতি আবুবক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. আনিচ্ছুজ্জামান ডালিম।

উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন,  মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনই আমাদের শ্রেষ্ঠ আদর্শ। একমাত্র তাঁর আদর্শ অনুসরণ করার মাধ্যমেই ইহকালীন ও পরকালীন জীবনের মুক্তি পাওয়া সম্ভব।

গাউসিয়া কমিটি মাটিরাঙ্গা উপজেলা শাখার সদস্য মাওঃ আবু হানিফ নোমানী,মধ্য মুসলিম পাড়া মসজিদের ইমাম মাওঃ ইউসুফ আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হোসেন, মাওলানা নূরুল আবছার ভূঁইয়া,  মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক মাওঃ নজির আহাম্মেদ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে সভায় উপস্থিত ছিলেন।